বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়ে আইনজীবীদের খাতায় নাম লিখালেন উখিয়ার কৃতি সন্তান আব্দুচক ছলাম মুন্সি পুত্র এ,কে এম আজাদ।
আজ বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী পরীক্ষায় ফলাফল ঘোষনা হওয়ায় পর এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ,কে এম আজাদ বলেন, আজ আমার দীর্ঘ ছাত্র জীবনের কষ্ট ও পরিশ্রম সফল ও স্বার্থক হয়েছে। মহান সৃষ্টিকর্তা আমার কোন স্বপ্নই অপূর্ণতা রাখেনি।বাবার স্বপ্ন ছিল আইনজীবী হব। আমিও তাতে দ্বিমত পোষণ করিনি। কারণ আইন পেশা সম্মানের। তাছাড়া এই পেশায় থেকে অসহায়, নির্যাতিত, নিরীহ, দুঃস্থ ও আইনী সহায়তা বন্ঞ্চিত মানুষকে আইনী সহায়তা প্রদানের মাধ্যমে সেবা করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই এই পেশার মধ্যে দিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইনী সহায়তা দিয়ে বন্ঞ্চিত মানুষের পাশে থাকব! ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, নামঃ এ,কে এম আজাদ রাজাপাং উত্তর পুকুরিয়া গ্রামের আব্দুচ ছলাম মুন্সি ও খুরশিদা বেগম এর ছেলে। সে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে (এস এস সি ২০০৭) হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্রগ্রাম এইচ, এস, সি ২০০৯) প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম (এল এল.বি) ও (এল এল, এম) পাশ করেন।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।