শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে কুতুবদিয়া উপজেলার আলী আকবার ডেইলের কাজীর পাড়া, নাছিয়ার পাড়া, হকদার পাড়া, তেলি পাড়া, হায়দার পাড়া, পন্ডিত পাড়া, চৌধুরী পাড়া, বায়ু বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ১০টি প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন এমপি আশেক উল্লাহ রফিক ।
সোমবার (২ আগস্ট) সকাল ১২টার দিকে তিনি কুতুবদিয়া উপজেলার প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি আশেক উল্লাহ রফিক
জানান, আগামী ৭ দিনের মধ্যে ভাঙ্গন বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
গত বছর কাজ করার পর দুই মাস আগে কুতুবদিয়ায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বেশি রক্ষিত ছিল এই আলী আকবার ডেইল আর বড়ঘোপ তার মধ্যে বেশি অরক্ষিত ছিল উওর ধূরুং এলাকাটি আমাদের মাটির দেওয়া আছে ব্লকের কাজ করা আছে এবং ব্যবস্থা করা ছিল।
১৯৯১ সালে যে বেড়িবাঁধ নিমাণ করা হয়েছিল সেটি অনিয়ম হাওয়ার কারণে কুতুবদিয়ার এ অবস্থা।
বেড়িবাঁধ মেরামত ও ভাঙ্গন রোধ করতে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আহবান জানান তিনি।
এসময় কক্সবাজার জেলা আ’লীগ সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার, আলী আঃ ডেইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার সহ আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ আহবায়ক আবু জাফর সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, কৃষকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী
বিতরণ করেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল,১০ চাল,২ কেজি আলু,পিয়াজ ১ কেজি,ডাল ১ কেজি,তেল ১ কেজি। এবং উপজেলা পরিষদে এসে ৫৫ বান্ডিল টিন ৩৭ জন এবং প্রতি বান্ডিলে ৩ হাজার করে টাকা বিতরণ করেন।