বিশেষ প্রতিবেদকঃ
আজ সোমবার (২৬ জুলাই) উখিয়ায় মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী অবস্থিত ক্যাম্প ও এপিবিএন ক্যাম্প পরিদর্শনে যাবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পৃথক হেলিকপ্টার যোগে তিন দিনের সফরে কক্সবাজার আসেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আইজিপি ড. মো. বেনজীর আহমেদ রোববার ২৫ জুলাই কক্সবাজারের বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তিনি কক্সবাজার পুলিশ অফিসার মেসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্সে মিলিত হন। রাত ৮ টায় কক্সবাজারে বিভিন্ন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্সে মিলিত হন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে তাঁরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।