সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এত বড় একটা বৈশ্বিক টুর্নামেন্টে যাওয়ার আগে সাধারণত বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে। তার মাঝে একটি হলো আনুষ্ঠানিক ফটোশ্যুট। কিন্তু করোনার কারণে বদলে যাওয়া অনেক কিছুর মতো বিশ্বকাপ যাত্রাও বদলে গেছে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মাহমুদউল্লাহ বাহিনী আজ দেশ ছাড়তে যাচ্ছে।
দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর আসল মঞ্চে পা রাখতে ওমানে রওনা হবে টিম টাইগার। একদিন অনুশীলন করে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। কোয়ালিফাইং রাউন্ডে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। দুটি ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় শেষ কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো জিতলেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপের মূলপর্বে।
টানা তিন সিরিজ জিতে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল। তাদের দেশ ছাড়ার আগের দিন গতকাল শনিবার অন্যতম নির্বাচক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। আশা করব যেন ভালো একটা ফলাফল হয়। অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই। আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত, সবাই তাতেই খুশি হবেন। আমি চাইব, বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’