নিজস্ব প্রতিবেদক:
“সু-শিক্ষায় শিক্ষিত হোক, আগামীর প্রজন্ম” সকলের শিক্ষা ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” কক্সবাজার জেলা সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচি-২০২১ চলমান প্রক্রিয়া।
৩ই সেপ্টেম্বর, শুক্রবার চকরিয়া উপজেলার নিজপানখালি বিনামারা, ঘুনিয়া বড়ুয়া পাড়া, উত্তর মানিকপুর বড়ুয়া পাড়া ও দক্ষিণ মানিকপুর বড়ুয়া পাড়া এলাকা গুলোতে প্রায় ১৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচি বাস্তবায়ন করেছেন “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ- তরুণী” কক্সবাজার জেলা সংগঠন।
উক্ত সংগঠনের সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু বলেন, সাহায্য ও কোন রকম সহায়তা নয়,সামাজিক দায়িত্ব পালন এবং শিশুদের শিক্ষা লাভে উৎসাহিত করার জন্য আমরা সকলের উপহার সামগ্রীর ব্যবস্তা করেছি। আমাদের এই কর্মসূচি বছর ব্যাপি চলমান থাকবে। কক্সবাজার জেলার বৌদ্ধ শিক্ষার্থীদের শিক্ষা লাভে অসুবিধা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য কক্সবাজার জেলার সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে আমাদের বিনিত আহ্বান।
সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সৈকত বড়ুয়া বলেন, এই শিক্ষা সামগ্রী গুলো ছাত্র ছাত্রীদের কাছে শুধু মাত্র উপহার হিসেবে আমরা তাদের কাছে আমরা পৌছে দিয়েছি। তাদের লেখা পড়াই আরো মনোযোগী হওয়ার জন্য এবং উৎসাহ প্রধান করার জন্য। এই গুলো কোন সাহায্য নয়, আমাদের শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সারা বছর চলমান থাকবে।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, সহ-অর্থ সম্পাদক -নিপন বড়ুয়া, প্রচার সম্পাদক- রিকচন বড়ুয়া, সহ-সমাজ কল্যান সম্পাদক- নান্টু বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক আদিত্য বড়ুয়া রকি,নির্বাহী সদস্য-রানা বড়ুয়া, সুব্রত বড়ুয়া, হিরন বড়ুয়া, অনুপ বড়ুয়া।
উত্তর মানিকপুর ও দক্ষিন মানিকপুর গ্রামে উপস্থিত ছিলেন, দক্ষিণ পাড়ার সমাজ প্রধান শিক্ষক বাবু সুদেব বড়ুয়া, উত্তরপাড়া সমাজের সমাজ প্রধান কাজল বড়ুয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধ বিহারের উপদেষ্টা- রাহুল বড়ুয়া, মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধ বিহার সেবা কমিটির সভাপতি বাবু সুহৃদ বড়ুয়া (টিটু)।
নিজপানখালী-বিনামারা গ্রামে শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সম্মানিত
সভাপতি- বাবু প্রভাত কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক – বাবু অমিয় বড়ুয়া, অর্থ সম্পাদক-বাবু রণধীর বড়ুয়া, যুগ্ম সম্পাদক – বাবু বিশু বড়ুয়া,
এবং গ্রামের সম্মানিত ব্যক্তি বাবু সৌরভ বড়ুয়া ডিটু, বি অনার্স এম বি এ.। আরো উপস্থিত ছিলেন ত্রিশরণ ইয়ুথ কাউন্সিল এর উপদেষ্টা বাবু টিটু বড়ুয়া, বাবু বিপ্লব বড়ুয়া, সভাপতি বাবু আদেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক – সুব্রত বড়ুয়া শুভ ও অন্যান্য সদস্য বৃন্দ।
ঘুনিয়া বড়ুয়া পাড়ায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত উঃ সুনমোপ্রিয় মহাথের ও ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধ যুব পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা বাবুভ রোকেল বড়ুয়া, ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধ যুব পরিষদের সম্মানিত : সভাপতি বাবু প্রান্ত বড়ুয়া , সংগঠনের সাধারণ সম্পাদক বাবু রাজিব বড়ুয়া সহ সকল সদস্য বৃন্দ।