বিপ্লব দাশ,লামা প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় লেকের পানিতে পড়ে সহোদর দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে নিহত শিশুরা হলো,সিরাজ কার্বারি পাড়ার বাসিন্দা মাহমুদ উল্লাহর দুই কন্যা মারুফা আক্তার (৭) ও মাহফুজা আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো কার্বারি পাড়ার বাসিন্দা মাহমুদ ও তার স্ত্রী তাদের তিন মেয়েকে বাসায় রেখে দিনমজুরি কাজের জন্য বের হয়ে যান। সন্ধ্যা ৬টার দিকে নিহত দুই শিশুর বড় বোন বাড়ির পাশের কূপে পানি আনতে যায়। আসতে দেরি হওয়ায় দুই শিশু বড় বোনকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পাড়ে যায়।
পরে বড় বোন বাড়ি এসে ছোট দুই বোনকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়। কোথাও খুঁজে না পেয়ে পরে বাড়ির পাশে পুকুরে খোঁজাখুঁজি করে রাত সাড়ে ১২টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নেমে শনিবার (১৪ মে) ভোরে অপর শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আলীকদম থানার ওসি নাছির উদ্দিন বলেন, পাহাড়ি এলাকায় পথ পিচ্ছিল হওয়ায় গোদার পাড়ে বড় বোনকে খুঁজতে গিয়ে পা পিছলে গোদার পানিতে (বড় লেক)পড়ে যায় দুই বোন। রাতেই বড় বোনের মরদেহ উদ্ধার করা হয় এবং সকালে ছোট বোনের।