এম. কফিল উদ্দিন, আলীকদম প্রতিনিধি:
আলীকদমে বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলীকদম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৭ই মে) বিকাল ৪ টায় আলীকদম উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বি.এস.সি, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বি.এ, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌসর রহমান।
এসময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দুংড়িমং মার্মা বলেন – ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালরাতে বিপদগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যা করে। সেদিন বিদেশে অবস্থান করছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। খুনিরা চেয়েছিলো বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে ঘাতকরা এদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যায়। আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর নেমে আসে জুলুম-নির্যাতন। বিভক্ত হয়ে পড়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা।১৯৮১ সালে ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। এরপর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
অবশেষে ১৯৮১ সালের এই দিনে ভারতের রাজধানী দিল্লি থেকে বিমানযোগে কলকাতা হয়ে সামরিক শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে দেশে প্রবেশ করেন শেখ হাসিনা।
উল্লেখ্য যে,১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রায় ছয় বছর বিদেশে নির্বাসিত ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরার মধ্য দিয়ে তার নির্বাসিত জীবনের ইতি ঘটে। এরপর থেকেই দেশে আওয়ামীলীগের নেতা-কর্মীরা এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে বিভিন্নভাবে পালন করে আসছে।