বান্দরবান সদর উপজেলার কেয়ামলং পাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অং ক্য থোয়াই (৪২) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে অপহরণের পর হত্যা করেছে। নিহত অং ক্য থোয়াই একজন পল্লী চিকিৎসক। কেয়ামলং বৌদ্ধ বিহারসংলগ্ন বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে।
অং ক্য থোয়াইসহ গত এক মাসে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে দুজন খুন হলেন। গত ১৮ জুন খুন হন রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকার নওমুসলিম ও স্থানীয় মসজিদের ইমাম মো. ওমর ফারুক।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় জনগণ সূত্রে খবর পেয়ে জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত দোকান থেকে অং ক্য থোয়াইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ভারী কোনো বস্তুর আঘাতে মাথা থেঁতলে দিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।
ওসি জানান, বাকীছড়া থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে বান্দরবান সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ধারণা করছে, জমিসংক্রান্ত কোনো বিরোধের কারণে তাঁকে হত্যা করা হতে পারে।
সূত্র- কালেরকন্ঠ