আব্দুর রহমান, কক্সবাজার:
রামু উপজেলার ঈদগড়-বাইশারীর প্রায় প্রায় দুই লক্ষ পাহাড়িবাসীর দুঃখ গেলোনা চলে এসেছে মরার উপর খাড়ার ঘা।
ঈদগড় বাইশারীর যাওয়ার রাস্তা ঈদগড় – ঈদগাহ সড়কের পানের ছড়া নামক স্থানে ডাকাত প্রবল এলাকায় গত কয়েক দিন ধরে ভারি বৃষ্টি হওয়ার কারনে, খালের পাশের পুরো রাস্তা ধসে গিয়ে রাস্তা বিচ্ছিন্ন।
জনগনের যাতায়াতের দুর্ভোগ আরো বেড়ে গেলে।
ঈদগড় বাইশারীর জনগনের বিগত ৫০ বছরের দঃখ থেকে যেখানে রেহাই পাইনি এই জনপদের সহজ সরল মানুষ গুলো, ডাকাতি, চিনতাই, গুম, খুন, অপহরন ইত্যাদিতে জর্জরিত ছিলো রাস্তাটি।
দুই এক বছর থেকে যদিও ডাকাতি অপহরন থেকে কিছুটা রক্ষা পেলেও ভৌগুলিক কারনে বিভিন্ন সমস্যায় পড়ে রয়েছে রাস্তাটিতে। কযেকবার রাস্তাটি বিভিন্ন পযেন্টে ভেঙ্গে গেলেও কোন রকম রাস্তা ঠিক করে চলতে হচ্ছে এ জনপদের মানুষ গুলোকে। গত রাতে হঠাৎ ভারি বর্ষনের কারনে পুরো রাস্তা খালে তলিয়ে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন।
অনেকে জানান, বড় বড় টাকা ওয়ালারা অবৈধ ভাবে বিভিন্ন ভাবে বালি উত্তোলনের কারনে খালের মজবুজ স্থম্ভ চলে য়াওয়ার রাস্তা ধসে গেছে।
এলাকাবাসী খুব শিগ্রিই এটার সমাধান চাই এবং যারা নদী থেকে বালি উত্তোলন করে তাদের কঠোর শাস্তি কামনা করেন।