নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়াডের সোনাইছড়ি এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী হামলায় ৪ জন আহত গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।
৩০ জুলাই সকাল ১০ টার সময় জালিয়া পালং সোনাইছড়ি এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
জানাযায়, জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় আলী আকবরের ছেলে রবিউল আলম(২৮), সাইফুল ইসলাম(২২), সালেক সোহেল(২০), আলী হোসেনের ছেলে ফরিদ আলম(৪০),দেলোয়ার হোসেন(২৬), মৃত আলী হোসনের ছেলে আলী আকবর (৫০), ছেয়দ হোসন(৪০) সহ ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো দা লোহার রড ও দেশিয় অস্ত্র নিয়ে জমির আহাম্মেদ এর ছেলে নুরুল আবছার(২০) ও শাহা আলম (৩০) স্ত্রী মেহেরাজ খাতুন(৫০) ও শাহা আলমের স্ত্রী তহিদা আকতার (২৫) উপর হামলা চালায় বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় শাহা আলম ও মেহেরাজ খাতুনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
অন্তঃসত্ত্বা তহিদা খাতুনের আবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উখিয়ার উপজেলার নিরাপদ মা নিরাপদ শিশু পর্যাবেক্ষন কেন্দ্রে ভর্তি করেছেন বলে নিশ্চিত করেন কর্তব্যরত ডাক্তার জীবন চৌধুরী।
এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।