নিজস্ব প্রতিবেদক :
মহামারী সংক্রমণ আইন উপেক্ষা করে উখিয়ায় স্বাভাবিক কার্যক্রম চাচ্ছেন এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের চার ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে উপজেলা প্রশাসন। গত ৩১ মে দিবাগত রাত ১২টা থেকে ৬ জুন (রোববার) পর্যন্ত ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে রেড জোন কার্যকর থাকবে বলে ঘোষণা করেন। পরে ৬ জুন বিকেলে পরিস্থিতি বিবেচনায় এ সময় বৃদ্ধি করে ১৩ জুন রাত ১২ টা পর্যন্ত করা হয়। উপজেলা প্রশাসনের এই নির্দেশনাকে উপেক্ষা করে স্বাভাবিক অফিস কার্যক্রম চালিয়ে আসছে রাজাপালং ৬নং ওয়ার্ডের উখিয়া গার্লস স্কুলের পাশে অবস্থিত মুক্তি কক্সবাজার। ঐ অফিসে জরুরী কোন সেবা পরিচালিত হয় না বলেও জানা গেছে।
ইউএনএইচসিআর-এর অর্থায়নে পরিচালিত আইপিসিওরসও প্রকল্প সমন্বয়ক রফিকুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন আমরা অফিস দেখার জন্য একটু খুলেছিলাম। এসময় ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত স্টাফ হাজিরা খাতায় স্টাফদের স্বাক্ষর করা হয়েছে কেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।
পরে ফয়সাল নামে মুক্তি কক্সবাজারের এক কর্মকর্তা প্রতিবেদককে ফোন করে চায়ের দাওয়াত দেন। চায়ের টেবিলেই এবং বিষয়ে বিস্তারিত বলবেন বলেও জানান।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, রেডজোনের আওতাধীন এলাকায় শুধুমাত্র জরুরী সেবা কর্যক্রম পরিচালনা অনুমোদন আছে। যদি কোন এনজিও সরকারি নির্দেশিত আইন অমান্য করে তাদের কার্যক্রম পরিচালনা করেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।