বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজরের উখিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ১ম মৃত ব্যাক্তির দাহক্রিয়া সৎকারের কাজ সম্পন্ন করল “কক্সবাজার বৌদ্ধ করোনায় মৃত ব্যক্তির দাহক্রিয়া টিম” সদস্যরা।
২৭ জুলাই মঙ্গলবার করোনায় আক্রান্ত ব্যাক্তির দাহক্রিয়া অনুষ্ঠার সু-সম্পন্ন করা হয়।
জানাযায়, ২৬ জুলাই ভালুকিয়া পালং গ্রামের শ্রদ্ধাবান উপাসক বাবু বকুল বড়ুয়া করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার কোভিড ডেটিকেটড হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুবরণ করার পরে তার পরিবার কক্সবাজার বৌদ্ধ করোনায় মৃত ব্যক্তির দাহক্রিয়া টিম’র সদস্যদের সাথে যোগাযোগ করলে, সংগঠনের সদস্যরা দাহক্রিয়া অনুষ্ঠার সু-সম্পন্ন করে।
আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরণী সংগঠনের শাখার সদস্য সচিব সৈকত বড়ুয়া সাগর বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির দাহক্রিয়া সম্পন্ন করেছি। গত কিছুদিন টানা বৃষ্টির কারণে উক্ত দাহক্রিয়া কাজ সম্পন্ন করতে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়েছে। তার পরেও আমরা হাল ছাড়ি নাই। দিন শেষে আমাদের টিম’র সদস্যরা সফল। এতে করে তারা সকলেই সস্তি অনুভব করেছেন। আমরা প্রয়াতের পারলৌকিক শান্তি,সুখ ও সদগতি কামনায় পূণ্যদান করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
প্রধান পরিচালক পাপন বড়ুয়া বলেন, “কক্সবাজার বৌদ্ধ করোনায় মৃত ব্যক্তির দাহক্রিয়া টিম” সব সময় আপনাদের বিপদের পাশে থাকবে। বর্তমান পরিস্থিতিতে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তির দাহক্রিয়া সৎকার করার জন্য সবসময় প্রস্তুত আছি।
উক্ত সৎকার কাজে উপস্থিত ছিলেন, মিটন বড়ুয়া, প্রণব বড়ুয়া, কানন বড়ুয়া, রানা বড়ুয়া, সুব্রত বড়ুয়া, নয়ন বড়ুয়া, রুবেল বড়ুয়া সহ অন্যরা।