এইচ.কে রফিক উদ্দিনঃ
উখিয়ার পালংখালী ইউনিয়নে ঘূর্ণিঝড়, ভুমিধ্বস,অগ্নি নিরাপত্তা বিষয়ক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৩০সেপ্টেম্বর বৃহস্পতিবার থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচির স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়ার সার্বিক সহযোগীতায় মাঠ মহড়া আয়োজনে প্রকল্পটি বাস্তবায়ন করেছে শেড এবং অর্থায়নে ছিলেন কেয়ার বাংলাদেশ।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কক্সবাজার জোনের উপ-পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতি আমাদের রক্ষা করবে।
বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
যেমন ১৯৭০সালের ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষ মারা যায় সে হিসেবে ২০০৭ সালের সিডরে ২৫ লাখ মানুষ মারা যাওয়ার কথা কিন্তু জনসাধারণের সচেতনতায় বিশাল ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে মাত্র তিন হাজার মানুষ মারা যায়।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সবুজ পৃথিবী গড়তে হবে। প্রতিবছর পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে।কার্বনের ব্যবহার যতদূর সম্ভব কম করা যায় সেদিকে নজর দিতে হবে। ঘূর্ণিঝড়ের মত আরও বড় প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেক সফল উদ্যোগ গ্রহণ করেছেন।
বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোলমডেল হিসেবে গণ্য হচ্ছে। সরকারের সক্ষমতা বাড়ায় প্রাণহানি ও কমেছে অনেক। প্রধানমন্ত্রী উপকুলে সবুজ বেষ্টনী গড়ার নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আমাদের সবুজকে রক্ষা করতে হবে। না হয় টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আতিকুর রহমান প্রকল্প পরিচালক কেয়ার বাংলাদেশ, আব্দুল মন্নান প্রকল্প পরিচালক শেড,এবিএম আবুল হোসেন রাজু টিম লিডার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি উখিয়া উপজেলা,এমএ মন্জুর সভাপতি পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ, নুরুল আমিন মেম্বার, প্রকৌশলী রবিউল হোসেন, হেলাল উদ্দিন কন্ডাক্টর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।