নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় জাকের হোসেন নামে এক ব্যাক্তির জায়গা দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে।
২৫ জুলাই সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটেছে বলে থানার অভিযোগ সুত্র থেকে জানা গেছে।
জানাযায়,জালিয়া পালং বিএস খতিয়ান নং ১৮৮৮, বিএস দাগ নং ৬৮৪৪, ৬৮৯৭ দাগের আন্দরে ০.২৯৬৭ একর, তৎসংলগ্ন ০.২০ শতক জমি জাকের হোসেন ও তার ভাই জিয়াউল হোসেনের ভোগ দখলিয়। গত কিছু দিন পুর্ব থেকে সুলতান মাহামুদ চৌধুরী নামে এক ব্যাক্তি জোর পুর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই উক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এসময় জায়গার মালিক বাধা দিলে তাদেরকে প্রকাশ্যে হামলা করে মেরে ফেলার হুমকি দেয়।
জাকের হোসেন বলেন, তারা প্রভাবশালী হওয়ায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। থানার আঙ্গিনায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছি। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি।
অভিযোক্ত সুলতান মাহামুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক তারেক আজিজের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।