কনক বড়ুয়া:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ জমির হোসেন( ২৩) নামক এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। ঘটনাস্হল থেকে ৯টি বিদেশী ক্যান বিয়ার, ৩টি Diablo super strong BREW এবং ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
রোববার (১৮ জুলাই) রাত ৮টার দিকে উখিয়ার তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প এর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জমির হোসেন উখিয়া ১৩ নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক বি-৩ এর সৈয়দ হোসেনের ছেলে।
এপিবিএন পুলিশ সূত্র জানায়, রোববার (১৮ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প এর এলাকায় ক্যাম্প-১৩ ব্লক বি-৩ তে বিশেষ অভিযান পরিচালনা করে এপিবিএন পুলিশের একটি চৌকস দল। এসময় একজনকে আটক করা হয় এবং মোঃ শাহ নামের একজন পালিয়ে যায়। পরে আটককৃতর তথ্যমতে ঘটনাস্হল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এছাড়াও একটি সবুজ রংয়ের প্লাস্টিকের বক্স থেকে ৯ পিস সীসা (গুলি হিসেবে ব্যবহারের জন্য) এবং একটি মার্বেল উদ্ধার করে।
এ ব্যাপারে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে একটি জিডি করা হয়েছে বলে জানায় এপিবিএন পুলিশ। যার নম্বর- ৫২৮, তারিখ-১৮/০৭/২০২১ খ্রিঃ।