নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার রাজাপালংয়ে ধানক্ষেতে পানি দিতে দেরি হওয়ায় এক অসহায় দিনমজুরের উপর মধ্যযুগীয় কায়দায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঐ ব্যাক্তির পিঠে, বুকে ও হাতে বিভিন্ন ভাবে আঘাত লাগে।
হামলায় আহত ব্যাক্তি হলেন রাজাপালং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের শেলেরঢেবা এলাকার হৃদয় মোহন বড়ুয়ার ছেলে আনঞ্চ বড়ুয়া (৫০)। একই এলাকার মনোরঞ্জন বড়ুয়ার তিন ছেলে অসুক বড়ুয়া, সুনীল বড়ুয়া ও নিকছেন বড়ুয়াসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে থানার এজাহার সূত্রে জানা গেছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৪ টা ৪৫ মিনিটের দিকে শৈলেরঢেবা ধানক্ষেতে পানি দেওয়ার সময় এই নির্মম ঘটনার ঘটনা ঘটেছে।
ঘটনার পর স্থানীয়রা আহত আনঞ্চ বড়ুয়াকে তাৎক্ষনিক উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত আনঞ্চ বড়ুয়া একজন অসহায় দিনমজুর। সে দিনে এনে দিনে খায় এবং খুব কস্টের সাথে তার পরিবার নিয়ে জীবনযাপন করে আসছেন। সে স্কুল পড়ুয়া দুই সন্তানের অসহায় পিতা। দুই সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে তিনি অন্যের ধানসেচের নলকূপ দেখাশোনার কাজ করেন। ঐ নলকূপের সেচের আওতায় অনেক কৃষক ধানচাষ করেন। যাদের ধানক্ষেতে প্রতিদিন পানি সরবরাহ করে থাকেন দিনমজুর আনন্চ।
আহত আনঞ্চ বড়ুয়া দুঃখের সাথে জানান, আমি অত্যন্ত কস্টের সাথে অন্যের নলকূপ দেখাশোনার কাজ করে পরিবার নিয়ে জীবন পার করছি। এদিকে ধানচাষ আসলে উখিয়ায় লোডশেডিং বেড়ে যায়। যার কারনে সঠিক সময়ে ধানক্ষেতে পানি দেওয়া কস্ট হয়ে যায়। এই লোডশেডিংয়ের কারনে ধানক্ষেতে পানি দিতে একটু দেরি হলে মনোরঞ্জন বড়ুয়ার দুই ছেলে অশোক বড়ুয়া ও নিকছেন বড়ুয়া মিলে আমাকে ধানক্ষেতে এসে এলোপাতাড়ি মারধর করে।
এই হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ভূক্তভোগী পরিবার। এ ঘটনায় আহত আনঞ্চ বড়ুয়ার স্ত্রী কল্পনা বড়ুয়া বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।