কনক বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে আমির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ হাজার পিছ ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫।
আটক আমির হোসেন চট্টগ্রামের কোতয়ালী থানার আসাদগঞ্জ লামাবাজার এলাকার মৃত্যু জামাত আলীর পুত্র।
শনিবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এম,এস,এফ হাসপাতাল রোড থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার গয়ালমারা এলাকার এম,এস,এফ হাসপাতালের ফাঁকা রাস্তায় ইয়াবা ক্রয় বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র্যাব-১৫ একটি চৌকস দল। অভিযানে ৩০ হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।