বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় করোনা প্রতিরোধে কঠোরতম লকডডাউনের তৃতীয় দিনে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এসময় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৫২ টি অটোরিকশা জব্দ করা হয়।
রবিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উখিয়ার বিভিন্ন স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকার ঘোষিত ১৪দিনের লকডাউনের তৃতীয় দিনও মাঠে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সদস্যরা কঠোরভাবে সক্রিয় রয়েছে।
এসময় তিনি আরো জানান, ঈদের ছুটির পরে কর্মক্ষত্রে ফিরে আসা সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার ব্যাপারে স্ব স্ব দপ্তরে জানানো হয়েছে। এনজিও অফিস খোলে রাখার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার অংশ হিসেবে প্রতিদিনের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।