কনক বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় তল্লাশী করে ৩ লক্ষ ২০ হাজার পিছ বার্মিজ ইয়াবাসহ মোঃ সায়েদ আলম (৪৫) নামক এক মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির সদস্যরা।
আটক মোঃ সায়েদ আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার হেডম্যানপাড়ার মৃত ওয়ারেদ আলীর ছেলে।
শনিবার (২৮ আগস্ট) ভোর ৫ টার দিকে উপজেলার ৫নং পালংখালী ইউপি’র কাস্টম মোড় থেকে তাকে আটক করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র কাস্টম মোড় নামক স্থানে অভিযান চালায় ঘুমধুম বিওপি’র সদস্যগণ। অভিযানে নয়াপাড়া হতে কুতুপালংগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশী করে ৩ লক্ষ ২০ হাজার পিছ বার্মিজ ইয়াবাসহ সিএনজি চালক মোঃ সায়েদ আলম (৪৫) কে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১০১ কোটি ২ লক্ষ ৭০ হাজার একশত টাকা মূল্যের ৩৩ লক্ষ ৬৭ হাজার ৫৬৭ পিস বার্মিজ ইয়াবাসহ ১৬১ জন আসামী আটক করে।