কনক বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ। এসময় কাউকে আটক করা হয়নি।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে উখিয়ার গোলডেবার পাহাড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক এলাকায় অভিযান চালায় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ। কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় টহলদল আত্মরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে দুই রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আলী হায়দার আজাদ আহমেদে আরো জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৮৮ কোটি ৫০ লক্ষ ৭৮ হাজার ছয়শত টাকা মূল্যের ২৯,৫০,২৬২ পিছ বার্মিজ ইয়াবাসহ ১৫১ জন আসামী আটক করে।