কনক বড়ুয়াঃ
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিছ ইয়াবাসহ হামিদুল হক (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫ ।
আটককৃত হামিদুল হক উখিয়া হলদিয়া পালং মৌলভী পাড়ার নুরুল আলমের ছেলে।
শুক্রবার (২ জুলাই) রাত ১০ টা ৪০ মিনিটের দিকে উখিয়া হলদিয়া পালং ইউপিস্থ কোর্টবাজার সংলগ্ন তচ্ছাখালী ব্রীজ এর পার্শ্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (৩ জুলাই) র্যাব -১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ্ মোহাম্মদ শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ( ২ জুলাই) রাত ১০ টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে ইয়াবা ক্রয়- বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করে র্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল। পরে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।