কনক বড়ুয়াঃ
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ রােহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃতরা হলেন কুতুপালং ২ নং ক্যাম্পের ডি ৪ এর আব্দুস সালামের ছেলে মােহাম্মদ খলিল (২৫), ক্যাম্প ৮ ই এর ব্লক বি ৩৩ নাম্বারের ইলিয়াসের ছেলে মােঃ রিয়াজ (২৫), ক্যাম্প ৮ – ই ব্লক ৭৬ এর মৃত দীল মােহাম্মদের ছেলে মােহাম্মদ হােছন (১৮)।
বুধবার (২৩ জুন) রাত ৮টার দিকে বালুখালী উখিয়ারঘাট বন বিট কার্যালয় এর সামনে অভিযান পরিচালনা ইয়াবাসহ তাদের আটক করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) রাত ৮টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে উপরে উল্লেখিত স্থানে ইয়াবা ক্রয় – বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল। পরে তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৭ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।