এম.এ.রহমান সীমান্তঃ
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯শত ৭০ পিস ইয়াবাসহ নুরু সালাম (২২) নামের এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, উপজেলার বালুখালীর ছড়া জোড়াব্রীজ এলাকায় র্যাব-১৫ একদল জোয়ান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ থাইংখালীর ক্যাম্প ১৮, ব্লক-এ, সাব ব্লক-এইচ-৫৭ এর আব্দুল সালাম ও আমিনা খাতুনের ছেলেকে আটক করে।
র্যাব-১৫, কক্সবাজার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।