বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়া- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আনুমানিক ৪৫ বছরের এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (৩১ মে) দুপুরে উখিয়ার উত্তর পূর্বের শেষ সীমান্ত উত্তর বড়বিল বঙ্গীয়ার ঢাল নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৩১ মে) সকাল ৯টার দিকে হেফজখানার শিক্ষার্থীরা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে উখিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, উখিয়ার সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এখনো লাশটি পরিচয় শনাক্ত করা যায়নি।