সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়ায় মানব পাচার শীর্ষক এক কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা।
সোমবার (১৯ জুলাই) উখিয়া প্রেসক্লাব হলরুমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশলায় মানব পাচার প্রতিরোধ ও শিশু সুরক্ষার নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনার পাশাপাশি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা আলোচনায় অংশগ্রহণ করেন কর্মশালা আয়োজনকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার প্রোগ্রাম ম্যানেজার জিসু বড়ুয়া, শুভ্র অধিকারী, মোহাম্মদ শহীদুল ইসলাম, কাজী তাহমিনা সুলতানা ও মোহাম্মদ ইসমাঈল, আইওএম প্রতিনিধি সাইদুজ্জামান প্রমুখ।
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি শরীফ আজাদ, সাধারণ সম্পাদক রফিক মাহমুদসহ উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।