শহিদুল ইসলাম/এইচ.কে রফিক উদ্দিনঃ
বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে বিনয় বড়ুয়া সভাপতি ও সুভাষ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাঝির সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হোসেন খাঁন।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাক নুরুল হক খাঁন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহমদ মেম্বার,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল বাহার মেম্বার, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালা উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু সহ অসংখ্য আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি বিনয় বড়ুয়া ও সম্পাদক সুভাষ বড়ুয়া তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।