চট্টগ্রাম২৪ ডেস্কঃ
কক্সবাজারে পেকুয়ায় পঙ্গঁজালে আটকে শাহাব উদ্দিন (৪৭) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শাহাব উদ্দিন বারবাকিয়া ইউপির আনোয়ার হোসেনের ছেলে।
রোববার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির বুধামাঝির ঘোনাস্থ ভোলা খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ভোলা খালের বুধামাঝির ঘোনা পয়েন্টে পঙ্গঁজাল বসিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে মাছ ধরার জন্য জালটি উঠাতে গিয়ে পানির শ্রুতে জালের ভিতর চলে যায়। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে জালটি উঠালে তিনি মৃত অবস্থায় জালে আটকে থাকেন। পরে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান এমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাব উদ্দিন খুব ভাল মনের অধিকারী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করছি।