বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারে কঠোর বিধিনিষেদের ৪র্থ দিনে ৭০৮ জনকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। সরকার ঘোষিত এই কঠোর বিধিনিষেধ ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে।
এ পর্যন্ত কক্সবাজার জেলার ৮ উপজেলায় মোট পৃথক ৯৮ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬৮৭ মামলায় ৭০৮ জনকে ৪ লাখ ৭ হাজার ৮৯০ টাকা জরিমানা আদায় করা হয়৷
সোমবার (২৬ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কাজী মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন৷
তিনি আরো জানান, লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জেলাবাসী কে করোনা থেকে বাঁচাতে৷
লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়। এসময় কাউকে কারাদণ্ড দেওয়া হয় নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান৷