বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারে কঠোর লকডাউনের ১ম দিনে ১৩৬ জনকে মোট ৬৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
শুক্রবার (২৩ জুলাই) কক্সবাজারের বিভিন্ন উপজেলায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে এসব অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত কর্তৃক এসব অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জেলায় মোট অভিযান পরিচালিত হয় ২৯ টি, আর মামলার সংখ্যা ১৩৬টি। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ১৪দিনের সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়। ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।
অভিযানে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনাসহ বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়।