কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও এবং রামুর ঈদগড়ের পাহাড়ি জঙ্গলে আবারও সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা। সশস্ত্র ডাকাত দল সোমবার (৯ আগস্ট) ভোর রাতে চারজন কৃষককে অপহরণের পর মুক্তিপণ আদায় করে সন্ধ্যায় ছেড়ে দিয়েছে। গত কিছুদিন ধরে এলাকাটি শান্ত থাকার পর সেখানে নতুন করে ডাকাত দলের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
এলাকার লোকজনের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২/৩ দিনের মধ্যে ৬ জন কৃষক ও কাঠুরিয়া অপহরণের শিকার হয়েছে। সর্বশেষ ডাকাত দল সোমবার ভোর রাতে কালিরছড়া শিয়াপাড়া এলাকার তিনজন ও জোয়ারিয়া নালা নন্দখালী গ্রামের একজনসহ মোট চারজন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। সকাল থেকে অপহৃতদের স্বজনদের কাছে মুঠোফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল ডাকাত দল।
অপরদিকে ঈদগাঁও থানার একদল পুলিশ এলাকাবাসী ও গ্রাম পুলিশদের সঙ্গে নিয়ে পাহাড়ে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু অপহৃতদের উদ্ধার করা যায়নি।
সোমবার সন্ধ্যায় অপহৃতরা ডাকাত দলকে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসে বলে জানায় এলাকার লোকজন। মুক্তিপণের টাকা দিয়ে ফিরে আসা কৃষকরা হলেন- কামাল উদ্দীন, রফিকুল ইসলাম, নুরুল আবছার লেঠু ও শাহাদাত হোসেন।
এ বিষয়ে ঈদগাঁও থানার অপারেশন অফিসার শামীম আল মামুন জানান, পুলিশ অপহরণের খবর পেয়ে সকাল থেকে পাহাড়ে অভিযান চালিায়েও তাদের পায়নি। সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না।
কালেরকন্ঠ