চট্টগ্রাম২৪ ডেস্কঃ
কক্সবাজারে এসেছেন বাংলাদেশ পুলিশের আইজি ডক্টর মোঃ বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে পৃথক হেলিকপ্টারযোগে তারা কক্সবাজার বিমান বন্দরে পৌছালে পুলিশ মোঃ হাসানুজ্জামান তাদেরকে স্বাগত জানান।
আইজিপি ডক্টর মোঃ বেনজীর আহমেদ আজ হোটেল সায়মনে রাত্রি যাপন করবেন। রাত ৮টায় কক্সবাজারে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কনফারেন্স করবেন।
সোমবার (২৬ জুলাই) উখিয়া এপিবিএন পুলিশ ক্যাম্প এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন পুলিশ প্রধান।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে গমন করবেন বলে জানা যায়।