কনক বড়ুয়া:
উখিয়ার রেজুখাল যৌথ চেকপোষ্ট তল্লাশী চালিয়ে ১১ হাজার পিছ ইয়াবা ও ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা।
আটককৃতরা হলেন টেকনাফ উত্তর ডেলপাড়ার আবুল কালামের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (২৯) ও ওলাবাদ এলাকার মোহাম্মদ নুরু মিয়ার ছেলে মোঃ নুরুল আমীন (৩২)।
বুধবার (৪ আগস্ট) আনুমানিক রাত ৮ টা ১০ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার রেজুখাল যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে কক্সবাজারগামী টয়েটা হাইএস একটি মাইক্রোবাস থামায়। এতে লকডাউনে গাড়ী চলাচল নিষেধ থাকায় রোগী সেজে একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যদের রোগীকে দেখে সন্দেহ হওয়ায় গাড়ী তল্লাশী করে গাড়ীর এসির পাইপ এর ভিতর থেকে বার্মিজ ইয়াবা ও ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়।
আটককৃত আসমীসহ জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় আলী হায়দার আজাদ আহমেদ।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৬৬ কোটি ৬৫ লক্ষ ৪৬ হাজার ৬ শত টাকা মূল্যের ২২ লক্ষ ২১ হাজার ৮’শ ২২ পিছ বার্মিজ ইয়াবাসহ ১৪৭ জন আসামী আটক করে।