কনক বড়ুয়াঃ
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫ এর সদস্যরা।
আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মােঃ ওমর আলীর পুত্র মােঃ সাজ্জাদ আলী জিসান (২৮) ও একই এলাকার সৈয়দ আকবরের ছেলে আরাফাত (২৫)।
সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের ভলফিন মােড় থেকে পশ্চিমে কলাতলী পয়েন্টস্থ নাইনটি নাইন কটেজ এর সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয় – বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল। অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২ হাজার ৯৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।