বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার আদালতে অভিযান চালিয়ে একজন প্রতারক ধরে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ভিজিলেন্স টিম।
সোর্পদ করা সেই প্রতারক হলেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পালং গ্রামের আনন্দ বড়ুয়া ও মিনা বড়ুয়ার পুত্র সোহেল বড়ুয়া।
বুধবার (৯ জুন) সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জেনারেল রেজিস্ট্রার অফিসারের কার্যালয়ের সামনে প্রতারণা করার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরুর রশিদ।
সোহেল বড়ুয়ার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ এনে কক্সবাজার আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।