বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫৭ ভরি স্বর্ণের ৪টি বার, ৩২ হাজার পিছ ইয়াবা এবং সাড়ে ৪ লক্ষ নগদ টাকা নিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি নুরুল আলমের বিরুদ্ধে আগেও ইয়াবা কারবারের মামলা রয়েছে।
মঙ্গলবার (৮ জুন) টেকনাফের সাবরাং এর দক্ষিণ ডেইল পাড়া মনজুর আলমের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।
বুধবার (৯ জুন) র্যাব-১৫ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ র্যাব-১৫ এর অধিনায়ক এ তথ্য জানিয়েছেন।
র্যাব অধিনায়ক আরো জানান, একত্রে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের ঘটনা এই প্রথম। ইয়াবাকারবারী নুরুল আলম সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের সদস্য। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি র্যাব-১৫ তদন্তের দায়িত্ব নিচ্ছে বলে অধিনায়ক জানিয়েছেন।