বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
মঙ্গলবার (৮ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন।
এসময় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও কোভিড-১৯ পরিস্থিতি আরো খারাপ হওয়ায় এ সিদ্ধান্ত পেছানো হয়েছে। পরিস্থিতি একটু উন্নতি হলেই কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে।
তিনি আরো বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের জন্য অবকাঠামো নির্মাণকাজ প্রায় শেষ দিকে। নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ পুরোপুরি শেষ হলেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল করবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সহ উর্ধ্বতন কর্মকর্তার প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।