বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়া এলাকার জাফর আলমের ছেলে। পরে ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র , গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আশু আলী হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলার আসামী বলে কক্সবাজার থানা সূত্রে জানা গেছে।
শনিবার (১৭ জুলাই) ভোরে কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে এ ঘটনা ঘটেছে।
র্যাব-১৫ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে আশু আলীর অবস্থানের খবর পেয়ে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যদের সাথে গুলি ছুড়াছুড়ি হয়। গোলাগুলির এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরি এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশু আলীর মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব ১৫।