চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করে ১৩৭ জন কোভিড রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৩ হাজার ৬৪২ জনে। এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে আরও তিনজনের। এদের মধ্যে নগরীর দুজন এবং একজন উপজেলার বাসিন্দা ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার (২ জুন) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১ জুন) চট্টগ্রামের আটটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৭টি নমুনা পরীক্ষায় ২২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৮টি নমুনা পরীক্ষা করে ৫২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৭টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে ১১ জনের দেহে।
শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে করোনার জীবাণু পাওয়া গেছে ৩ জনের দেহে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করা হলেও কারাও দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এদিন অবশ্য পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয় সর্বশেষ ২৪ ঘণ্টায়। এতে করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের দেহে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৫ জন এবং উপজেলার বাসিন্দা ৫২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৪২ জন।
আর নতুন করে তিনজনসহ চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬২৫ জনে। এর মধ্যে নগরীর ৪৪৭ এবং উপজেলায় মৃত্যু হয় ১৭৮ জনের।