বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রামে করোনায় আট দিন পর মৃত্যুশূন্য দিন কাটলো। গত ২৪ ঘণ্টায় নতুন ১১০ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৩৭৪ জন। শুক্রবার (৪ জুন) সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার (৩ জুন) চট্টগ্রামের ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন শনাক্ত ১১০ জনের মধ্যে শহরের ৬৫ জন ও দশ উপজেলার ৪৫ জন। এর মধ্যে রাউজানে সর্বোচ্চ ১৩, হাটহাজারীতে ১২, ফটিকছড়িতে ১০, সীতাকুণ্ডে ৩, বাঁশখালীতে ২ জন এবং ভুজপুর, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও লোহাগাড়ায় ১ জন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৩ হাজার ৮৬৩ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪২ হাজার ৮৩১ জন ও গ্রামের ১১ হাজার ৩৩ জন। বৃহস্পতিবার (৩ জুন) করোনায় কোনো রোগী মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ৬২৬ জনই রয়েছে। এতে শহরের ৪৪৭ ও গ্রামের ১৭৯ জন।
চট্টগ্রামে সর্বশেষ ২৬ মে মৃত্যুশূন্য দিন ছিল।