মনছুর আলম মুরাদ(কর্ণফুলী)প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বিভিন্ন বিভাগে অংশ নিয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন কর্ণফুলী উপজেলার আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়।
কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, কর্ণফুলী উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশ নিয়ে সেরা শিক্ষার্থী,সেরা গার্লস-গাইড,সেরা গার্লস-গাইড শিক্ষক এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট পাঁচটি বিভাগে বিজয়ী হয়ে কর্ণফুলী উপজেলার মধ্যে শ্রেষ্ঠা বিদ্যালয় এর গৌরব অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন এর খোয়াজনগর এ অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নুর ছাফা।গৌরব ঐতিহ্য ও সাফল্যে ভরপুর এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকার দরিদ্র ও গরীব ছাত্রছাত্রীদের কে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এক অন্যান দৃষ্টান্ত হিসেবে স্থান করেছেন।বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮শ’র বেশি শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে কথা হলে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মাহমুদ বলেন,আমার এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কর্ণফুলী প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এই এলাকায় অসংখ্য নামি-দামি প্রতিষ্ঠান আছে, যেখানে ব্যয় বহুল খরচ বহন করে গরীব অসহায় ছাত্রছাত্রীদের লেখা-পড়া করা সম্ভব না।আমরা সে সকল ছাত্রছাত্রীদের কে অল্প বেতনে উন্নত লেখাপড়ার সুযোগ সৃষ্টি করেছি। ২০০৫সালে এই প্রতিষ্ঠান স্থাপিত করা হয়।বর্তমানে এই প্রতিষ্ঠানটি শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে ৮০২জন ছাত্রছাত্রীকে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছি। এ এলাকার অসংখ্য ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে লেখা পড়া করে হয়েছেন ডাক্তার,ইঞ্জিনিয়ার,সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন বিভাগের মধ্যে বিজয়ী হয়ে কর্ণফুলী উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করি।আমাদের এই অর্জনের পিছনে যাদের অবদান, বিশেষ করে কর্ণফুলী উপজেলা প্রশাসন,আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ -২২ অনুষ্ঠানে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।