নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় অর্ধগলিত ৪৫ বয়সী অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে করেছে নৌ-বাহিনী।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে কুতুবদিয়া চ্যানেলের অদূরে বঙ্গোপসাগর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নৌ-বাহিনী লাশটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় হস্তান্তর করেছে। পরে ওই লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কুতুবদিয়া থানার কর্মকর্তা (ওসি) ওমর হায়দার এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (২০ আগস্ট) দুপুরে নৌবাহিনীর একটি টিম বঙ্গোপসাগর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করেছে। তার পরিচয় জানা যায়নি। উদ্ধার করে লাশটি থানায় হস্তান্তর করলে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।