শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়ার শীর্ষ ডাকাত আবু ওমরকে (৩৮) আটক করেছে পুলিশ।
বুধবার (৪ আগস্ট ) ভোর পাঁচটার দিকে জহিরআলী সিকদার পাড়া থেকে তাকে আটক করা হয়।
থানার এসআই মোঃ মকবুল হোছাইন বকুল জানান, উপজেলার জহিরআলী সিকদার পাড়ার মৃত কবির আহমেদের পুত্র শীর্ষ ডাকাত আবু ওমরকে (৩৮) ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টার দিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান,
এক রাউন্ড কার্তুজ, দুইটি দেশীয় রামদা , দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
থানার সূত্রে জানা যায়,দুটি অস্ত্র,দুটি ডাকাতি,দুটি মারামারি মামলা রয়েছে আবু ওমরের ।