কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে হাম্পব্যাক প্রজাতির একটি মৃত ডলফিন। গতকাল শনিবার (৭ আগস্ট) শেষ বিকেলে মৃত ডলফিনটি সৈকতে পড়ে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। স্থানীয়রা জানান, প্রায় ৬-৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকে মারাত্মক আঘাতে এটি মারা গেছে।
মৎস্য অধিদপ্তর বরিশালের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম জানান, কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটি হাম্পব্যাক প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘Sousa plumbea’ বা ‘Plumb back’। এরা গভীর সমুদ্রে দলবদ্ধভাবে চলাফেরা করে। এরা সামুদ্রিক বিভিন্ন মাছ খেয়ে বেঁচে থাকে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ধারণা করা যাচ্ছে, জেলেদের জালে আটকে মারা যেতে পারে ডলফিনটি। আবার বয়সের কারণে দুর্বলতার জন্যও এরা অনেক সময় জালে জড়িয়ে মারা যায়। জোয়ারের তোপে মৃতদেহ সমুদ্রতীরে চলে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছে। ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।