নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া এলাকায় জিয়াউল হক নামে এক ব্যাক্তির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভদ্রমহিলাকে শীলতাহানীর অভিযোগ উঠেছে।
৩০ জুলাই শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় এই শীলতাহানীর ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্র থেকে জানাযায়, হলদিয়া পালং ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত বদিউল হকের ছেলে জিয়া মিয়া প্রায় সময় আকাশি(ছদ্দনাম) কে কু- প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তুু আকাশি সে প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় শীলতাহানীর চেষ্টা করে আসছে। রাস্তা ঘাটে বিভিন্ন সময় বিরক্তও করত বলে জানাযায়। এক পর্যায়ে তাকে রাজি করতে না পেরে তার জমি দখলের চেষ্টা করে জিয়া মিয়া। আকাশি জমি দখলে বাধা দিলে জন সম্মুখে তার গায়ের কাপড় ছিড়ে দেয়। মাথার উড়না নিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এই বিষয়ে আকাশি (ছদ্দ নাম) বলেন, জিয়া মিয়া আমার প্রতিবেশি হওয়ায় সব সময় আমাকে বিরক্ত করছে। আমার চলা ফেরা করতে ভয় লাগতো। অবশেষে সে সবার সামনে আমার গায়ের কাপড় ছিড়ে ফেল্লো। আমাকে কিল ঘুষি মারলো। এটা জমির রিরোধ নয়। শুধু মাত্র তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে।
অভিযোক্ত জিয়া মিয়ার কাছে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য যে তার বিরোদ্ধে হত্য, অপহরন সহ ডজন খানেক মামলা রয়েছে।