বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার শহরে একের পর এক খুন, ছিনতাই ও ডাকাতি করে মানুষের ঘুম হারাম করে সরকারী বাংলোতে আসর বসিয়ে আনন্দ ফুরতিতে মেতে উঠে সন্ত্রাসী আশু আলী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিতেই সমুদ্র পাড়ের অভিজাত সরকারী বাংলোতে নিরাপদ আস্থানা গড়ে তোলে দূর্ধষ আশু আলী বাহিনী।
পুলিশ যখন এই সন্ত্রাসীদের ধরার জন্য দূর্ঘম পাহাড়ে অভিযান চালায়, সেই সময় শহরের একটি অভিজাত সরকারী বাংলোর ভিআইপি রুমে নিশ্চিন্তে ঘুমায় এই সন্ত্রাসীরা।
অবশেষে পুলিশ আশু আলী বাহিনীর এই অভিজাত আস্তানার সন্ধান পেয়ে যায়।
৬ জুন রাতে কলাতলির সরকারী ভিআইপি বাংলোতে পার্টি চলাকালে আটক করা হয় শহরের রুসালিয়াছড়ার ডাবল মার্ডার মামলার আসামী ও দূর্ধষ আশু আলী বাহিনীর সদস্য মইন উদ্দিন প্রকাশ মঈনকে। মঈন উদ্দিন (১৮) রুমালিয়ারছড়ার সিকদার বাজারের ডাবল মার্ডার হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। সে শহরের রুমালিয়ারছড়াস্থ সমিতি বাজার এলাকার জিয়াউর রহমানের ছেলে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, আশু আলী বাহিনীকে ধরার জন্য পুলিশ দিন রাত কাজ করছে। রবিবার রাতে শহরের কলাতলির একটি বাংলোতে এই বাহিনী পার্টি করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে সেই বাংলোতে অভিযান চালিয়ে আশু আলী বাহিনীর সদস্য ও ডাবাল মার্ডার মামলার আসামী মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ধরতে অভিযান অব্যহত আছে।
আনোয়ার হোসেন জানান, ৩১ মে রুমালিয়ারছড়াস্থ সিকদার বাজার এলাকায় আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আশু আলী গ্রুপের হাতে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও তার সহযোগি শাহেদ নিহত হয়। এই জোড়া হত্যা মামলার এজাহারের ৪ নাম্বার আসামী এই মঈন উদ্দিন। গ্রেফতার মঈন উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।