মনছুর আলম মুরাদ, কর্ণফুলী প্রতিনিধিঃ
“ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগান কে সামনে রেখে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠান ও ঘরোয়া লিগ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করেছে কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন খোয়াজনগর ইয়াং স্টার ক্লাব।
আজ(১১জুলাই)উপজেলার আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ মাঠে অনুষ্ঠিত দিন-ব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে আলম,দেলোয়ার ও তারেক’র পরিচালনায় ক্রিকেট টুনামেন্ট এ মেহেদী একাদশ কে ৪৫রানের টার্গেট ভেঙে ৮উইকেট এ হারিয়ে শিরোপা জিতে নেই নোমান একাদশ।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জিতে নাসিম।
বিকেলে আলাউদ্দিন জিদানের পরিচালনায় অনুষ্ঠিত ফুটবল টুনামেন্ট এ কাউছার একাদশ কে ১-০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় জালাল একাদশ।উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জিতে হারুন-উর-রশীদ পাটোয়ারী।
উক্ত ঈদ পূর্ণমিলনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও খোয়াজনগর ৫নং ওর্য়াডের নব-নির্বাচিত মেম্বার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা শামসুল আলম(সবুজ)।
এতে অন্যনদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ও সিজেকেএস কাউন্সিলর হারুন-উর-রশীদ পাটোয়ারী, জালাল উদ্দীন ইকবাল, আবু তাহের, হাফেজ আহমদ, ফারুক আহমদ ,আবছার, হেলাল, রফিক, ইদ্রিস বাবু প্রমুখ।
পরিশেষে উভয় খেলায় অংশ গ্রহণকারী বিজয়ী দলের নিকট পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।