আজগর আলী সেলিম, চন্দনাইশ:
চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৫মে সকাল ১১টার সময় নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী , বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভুমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন কলেজ প্রভাষক নাজিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান বিস্তারে নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার আলোকে প্রসারিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির রুপান্তরিত করার জন্য কাজ করে তৎপর বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি ও কল্যাণ হবে।