সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এক দিনের সফরে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বহস্পতিবার ৫ আগস্ট সকাল ৭টায় গাড়িতে করে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নে পৌঁছবেন পার্বত্যমন্ত্রী।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির আগমনে দিনব্যাপী কর্মসূচিতে সকাল ১১টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে বন্যা-কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ।
মন্ত্রী বিকাল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়ন ত্যাগ করবেন, বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মু.শামীম ইকবাল চৌধুরী।
আর এদিকে, বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও তসলিম ইকবাল চৌধুরী জানান, পার্বত্যমন্ত্রী এক দিনের সফর উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের নিরাপত্তা বেষ্টনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।
মন্ত্রীর আগমনে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নবাসীর পক্ষে এবারে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কোন ধরনের গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাবে না,কারণ মন্ত্রীর সফরের মাসটি হলো আগস্টের শোকের মাস। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনা পরিস্থিতির মাঝে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে বাড়ি-ঘর বিধস্ত এবং ঘরবন্ধি হওয়া মানুষদের মাঝে প্রাথমিক ভাবে ত্রাণসমগ্রী হাতে তুলে দেবেন।