সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু থেকে এক রোহিঙ্গার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
গত ২৯ জুলাই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ১নং ওয়ার্ডের ঘোনার পাড়া নামক স্থানে খালের পাড়ে ভাসমান অবস্থায় সোনামিয়া (২৯) পিতা: মৃত ওলামিয়া, ব্লক-বি/২৩, এফসিএন-২৭৭০৩, ক্যাম্প-৪ মধুর ছড়া নামের ওই রোহিঙ্গার লাশ পাওয়া যায়।
উল্লেখ্য, গত ২৬ তারিখে উক্ত শরনার্থী কুতুপালং বডুয়া এলাকায় খালের পাড়ে মাছ ধরার জন্য গিয়ে ছিল বলে জানা যায়। অতিরিক্ত বৃষ্টি পাতের কারণে সে পানিতে ভেসে গিয়ে প্রাণ হারায় বলে পরিবারের সদস্য কর্তৃক জানা যায়।