নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার খুটাখালীতে টমটম ইজিবাইক গাড়ির ধাক্কায় সাফা মারুয়া (৮) নামের এক শিশুর মৃত্যূ হয়েছে। শুক্রবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী বাস ষ্টেশনে ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত সাফা মারুয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউনিয়নের পিয়াজ্যাকাটার মহি উদ্দীনের কন্যা। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকালে শিশু মারুফাকে সাথে নিয়ে তাঁর নানার বাড়ী থেকে বেড়ানো শেষে নিজেদের বাড়ি ফিরছিলেন মা-বাবা।
ওইসময় শিশুটির হাতধরে মা-বাবা সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক (টমটম) গাড়ি ধাক্কা দেয় তাকে। এতে শিশু মারুয়া সড়কের পাশে লুটে পড়ে। তাৎক্ষনিক পথচারী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাকালে শিশুটি মারা যায়।
চকরিয়া উপজেলার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে যাই, পরে আবার হাসপাতালে গিয়ে নিহত শিশুর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করি। এরপর আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।